Posts

চিন্তা

ইতিবাচক থাকুন ও অন্যদের অনুপ্রাণিত করুন :

December 4, 2024

ইয়াছিন মনজু

ইতিবাচক থাকুন ও অন্যদের অনুপ্রাণিত করুন

নেতিবাচক ও হতাশ লোকদের কাছে কেউই থাকতে চায় না, এবং এদের কেউ সম্মানও করে না।

জীবনে যত কঠিন সময়ই আসুক না কেন – সব সময়ে আশাবাদী ও ইতিবাচক থাকুন এবং অন্য মানুষ যখন আপনার সামনে হতাশার কথা বলে – তাদের আশার বানী শোনান। নিরুৎসাহিত করার বদলে অনুপ্রেরণা দিন।

এটা করলে অন্যরা আপনার কাছে এসে তাদের নিজেদের ব্যাপারে ভালো বোধ করবে, এবং তাদের আত্মবিশ্বাস বাড়বে।

মানুষ যখন দেখবে আপনি খারাপ পরিস্থিতিতেও আশাবাদী ও ইতিবাচক থাকেন, এবং অন্যকেও অনুপ্রাণিত করার চেষ্টা করেন – তখন তারা আপনাকে একজন ’পাওয়ারফুল’ মানুষ হিসেবে দেখবে এবং শ্রদ্ধা করবে।

এমন বহু বিত্তবান এবং ক্ষমতাবান মানুষ আছেন – যারা এত ক্ষমতা বা অর্থ থাকার পরও সুখী নন, কারণ তারা জানেন – মানুষ তাদের সত্যিকার অর্থে সম্মান করে না। তাদের ক্ষমতা বা অর্থ চলে গেলেই কেউ তাদের দিকে ফিরেও তাকাবে না।

আবার এমন মানুষ আছেন, যাঁদের বলতে গেলে সাধারণ অর্থে কোনও ক্ষমতা নেই, অর্থবিত্তও নেই – কিন্তু সবাই তাঁদের সম্মান করে এবং ভালোবাসে।

সম্মানহীন বিত্তবান বা ক্ষমতাবানের চেয়ে তাঁরা মানুষ হিসেবে অনেক বেশি সার্থক ও সুখী।

একজন সত্যিকার সম্মানীত মানুষ পরিতৃপ্তির সাথে জীবন কাটান। অন্যরা তাঁদের মেনে চলে। পৃথিবীর ইতিহাসে এমন বহু নেতা আছেন – যাঁরা শুধু নিজের অনুসারীদের সম্মানের কারণে এত বড় নেতা হতে পেরেছেন।

মানুষ যদি ব্যক্তি হিসেবে আপনাকে সম্মান না করে – তবে আপনি কোনও দিক দিয়েই সফল হতে পারবেন না। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান, তবে আপনাকে প্রথমেই অন্যের সম্মান আদায় করতে হবে। আপনি যদি একজন ভালো বক্তা বা নেতা হতে চান, অথবা অন্য যে কোনও ক্ষেত্রেই টপ পজিশনে যেতে চান – আপনাকে সম্মানিত মানুষ হতে হবে।

Comments

    Please login to post comment. Login