সজীব ছোটবেলা থেকেই ভীষণ একরোখা ছিল। কোন কিছু তার পছন্দ না হলে, সে তার মনের জানালা বন্ধ করে রাখতো। কারও পরামর্শ বা ভালোবাসার আলো তার ভিতরে পৌঁছাতে পারত না। বন্ধুবান্ধব কিংবা পরিবারের মানুষজন যখন তাকে কিছু শেখানোর চেষ্টা করত, সজীব সব সময়ই নিজেকে গুটিয়ে নিত।