Posts

প্রবন্ধ

কত দূর কত পথ: জীবনের একাকী যাত্রা (Premium)

December 4, 2024

ইয়াছিন মনজু

জীবনের পথে ছুটে চলার সময় অনেক সময় আমরা একা হয়ে যাই। একাকীত্ব কখনো কখনো ভয়াবহ মনে হলেও, এর মধ্যেই রয়েছে নিজেকে আবিষ্কার করার প্রকৃত সুযোগ। "কত দূর কত পথ" বলতে যেন সেই অজানার খোঁজেই ছুটে চলার কথা বলা হয়েছে। একা একা চলতে গিয়ে আমরা আমাদের চারপাশের জগতকে নতুনভাবে দেখতে শিখি। দিনের শেষে যখন ক্লান্তি ভর করে, তখন হঠাৎ করেই কোনো এক বাঁকে আমরা আমাদের অস্তিত্বের নতুন অর্থ খুঁজে পাই। এই খোঁজ আমাদের মনে এক অন্যরকম সুখের অনুভূতি এনে দেয়।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login