একদিন, একান্তে-
নগ্ন হবো আমি
স্বাদ নিবো- জন্মের! স্বাদ নিবো- মৃত্যুর!
সাদা পাখির পালকের মতো নরম বিছানায়-
একরাঙা চাদরে,
যেমন জন্মবেলায়, যেমন মৃত্যুবেলায়
শুয়ে থাকে মানুষ।
নগ্ন সময়ের সেই ক্ষণে-
পশুত্ব গলা টিপে, মানুষ থাকতে পারি কি না!
আদিম সভ্যতায়-
আমার পূর্ব পুরুষেরা পেরেছিলেন!
আধুনিক সভ্যতায়-
ফুলের গন্ধে ঘুম আসে না আমাদের!
তবুও দেখা যাক-
উজানে কতোটা বাইতে পারি নাও।
একদিন, একান্তে-
নগ্ন হবো আমি!
নগ্ন হবো আমি
স্বাদ নিবো- জন্মের! স্বাদ নিবো- মৃত্যুর!
সাদা পাখির পালকের মতো নরম বিছানায়-
একরাঙা চাদরে,
যেমন জন্মবেলায়, যেমন মৃত্যুবেলায়
শুয়ে থাকে মানুষ।
নগ্ন সময়ের সেই ক্ষণে-
পশুত্ব গলা টিপে, মানুষ থাকতে পারি কি না!
আদিম সভ্যতায়-
আমার পূর্ব পুরুষেরা পেরেছিলেন!
আধুনিক সভ্যতায়-
ফুলের গন্ধে ঘুম আসে না আমাদের!
তবুও দেখা যাক-
উজানে কতোটা বাইতে পারি নাও।
একদিন, একান্তে-
নগ্ন হবো আমি!