ফাহিমা ছোটবেলা থেকেই খুব স্বপ্নবিলাসী। তার মন ছিলো অগাধ উৎসাহে ভরা—কখনো ডানা মেলে আকাশ ছোঁয়া তো কখনো গহীন সমুদ্রের গভীরতা মাপা। জীবনের পথে অনেক স্বপ্ন ভেঙেছে, আবার কিছু স্বপ্ন নতুন করে গড়েছে। তবুও একটা বিশ্বাস ফাহিমার মনে সবসময় অটুট ছিলো—যে কোন পরিস্থিতিই হোক না কেন, তা চিরস্থায়ী নয়।