Posts

কবিতা

ভয় কে করো জয়

December 4, 2024

Raisul Islam Rownok

141
View


 
.
**"একদিন করব এই বিশ্বকে জয়,

এই ভেবে আমি করি না কোনো কাজকে ভয়।

জানি একদিন হবে আমার জয়,

এই ভেবে তো আমি মানি না কোনো সংশয়।

যদি চাও জীবনে বড় কিছু,

করো না কোনো কাজকে ভয়,

করো না সুখ-দুঃখের অভিনয়,

যদি তুমি কর জীবনে বড় কিছু।

হাঁটবে মানুষ তোমার দেখানো পথে,

তোমার পিছু পিছু।

থাকে যদি মনোবল,

তুমি করতে পারবে এই বিশ্বকে জয়,

যদি না তুমি কাজকে কর ভয়।"**

Comments

    Please login to post comment. Login