রফিকুল রফিক আমার বন্ধু।অনেক দিন হলো আমি শহরে এসেছি ।আজ গ্রামে ফিরবো,তাই সকাল সকাল রওনা হলাম।বাসে ওঠে আমার পুরোনো বন্ধুর সাথে দেখা হলো।তার পাশের সিটে গিয়ে বসলাম।বন্ধু আমায় দেখে আবেগময় হয়ে ওঠে,অনেকক্ষন আমাদের কথোপকথনের মাঝে সে আমায় তার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনি জানায়।দীর্ঘ অনেক দিন আগের কথা সে তখন গ্রামে থাকতো। শহর থেকে গ্রামে এক রুপসি কন্যা বেড়াতে আসে।তাকে দেখে নাকি বন্ধু আমার দেওয়ানা হয়ে যায়😍।তখন থেকে সেই মেয়ের পিছে ঘুরে