Posts

গল্প

লুকোনো প্রেম

December 4, 2024

নাহিদা সুলতানা

রফিকুল রফিক আমার বন্ধু।অনেক দিন হলো আমি শহরে এসেছি ।আজ গ্রামে ফিরবো,তাই সকাল সকাল রওনা হলাম।বাসে ওঠে আমার পুরোনো বন্ধুর সাথে দেখা হলো।তার পাশের সিটে গিয়ে বসলাম।বন্ধু আমায় দেখে আবেগময় হয়ে ওঠে,অনেকক্ষন আমাদের কথোপকথনের মাঝে সে আমায় তার জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনি জানায়।দীর্ঘ অনেক দিন আগের কথা সে তখন গ্রামে থাকতো। শহর থেকে গ্রামে এক রুপসি কন্যা  বেড়াতে আসে।তাকে দেখে নাকি বন্ধু আমার দেওয়ানা হয়ে যায়😍।তখন থেকে সেই মেয়ের পিছে পিছে ঘুরে বেড়ায় ।কিন্তু সে তার ভালোবাসার কথা বলতে পারেনি।অতি কষ্টে রফিক তার সাথে পরিচিত হয়।মেয়েটির নাম রুপালী ।রফিক ভালোবেসে রুপা বলে ডাকে।রফিক রুপাকে পুরো গ্রাম ঘুরানোর দায়িত্ব নেয়।তারা একসাথে গ্রামের মাঠ,গাট,নদী সব জায়গায় ঘুরে ।নদীর ধারে বসে পাখির কলোহল শুনে।এতকিছুর পরও বেচারা রফিকুল রফিক তার ভালোবাসা প্রকাশ করতে পারেনি।হঠাৎ একদিন রুপারা শহরে চলে যায় কিন্তু রফিক তা জানেনা ।তাকে দেখতে না পেয়ে রফিক অস্থির হয়ে যায় ।রুপারা যে বাসায় ওঠেছিল সে বাসার চাকোরের কাছে রফিক জানতে পারে তারা শহরে চলে গেছে ।তাই সে পরদিন সকালে শহরের উদ্দেশে রওনা হয়।শহরে পৌঁছে রুপাদের বাড়ি খুজতে তার অনেক কষ্ট হয়।রুপাদের বাসায় প্রবেশ করতেই দেখতে পায় কাজি বিয়ে পরাচ্ছে ।লক্ষ্য করে দেখে তার না বলা ভালোবাসা কবুল বলছে ।😔ব্যাথ প্রেমিক জানতে পারে রুপা তার ভালোবাসার মানুষকে বিয়ে করছে ।তাদের নাকি তিন বছরের ভালোবাসা পুণ্যতা পেয়েছে ।ব্যাথ প্রেমিক রফিকুল রফিক আজ গ্রামে ফিরে যাচ্ছে ।

Comments

    Please login to post comment. Login