যদি বলি তাহলে মৃত্যু
হাত ধরো, যেভাবে মৃত্যু জীবনকে ধরে।
ডেকে যাও অবিরাম, যেভাবে টিয়া পাখি ডাকে।
সব ফুরাবে, সে জন্যেই এতো মনে পরে।
যা মনে পারেনা তুমি নাহয় তাই হও।
কথা কও, যেভাবে আদালতে বাদী কথা বলে।
ডিসল্পের মৃদু আলোয় যেভাবে লিখছি
দেখা যাচ্ছে প্রত্যেকটা শূন্য এক তেমনি
দেখা দাও, যেভাবে দেখা যায় বাইনারি লিম্যাক।
সকালের ফজরের ঠান্ডা পানি হাড় কাঁপিয়ে দেয় মনে হয়
পানি চামড়া ভেদ করে চলে গেছে হাড়ের ভিতর।
তুমি থাকলে ভালো হতো দেখতে
শীতে কিভাবে কাঁপতে হয় মিছে।