Posts

কবিতা

বন্ধু

December 5, 2024

Mahmud Ikram

118
View

বন্ধু মানে চাঁদের কণা 

হারিয়ে যাওয়া সুখ

বন্ধু মানেই পাশে থাকা,

কষ্ট ভরা বুক। 

বন্ধু থাকে দুঃখ কষ্টে 

অন্য বন্ধুর পাশে, 

বন্ধু হলো স্বচ্ছ পাথর 

বিপদে থাকে পাশে। 

কিছু বন্ধু বন্ধু নয়

করে অহংকার। 

অহংকার করে পতন হয় 

তার। 

কিছু বন্ধু এমন হয় 

বিপদে থাকে না পাশে 

আড়ালে ঠেলে দিতে চায়,

ময়লা আবর্জনা আর ঘাসে।

কিছু বন্ধু এমন হয় 

 চায়না তাকে কেউ।

স্কুলে ক্লাসে দেয় স্লোগান, 

ডরায় না কেউ। 

বিচার দিলে বলে সব 

মিথ্যা কথা, 

মারবে নাকি আমাকে 

বলে এ কথা।

Comments