Posts

প্রবন্ধ

তারেকমাসুদ: নবনিত্য চিন্তাধারা।

December 6, 2024

মুহাম্মদ আল ইমরান

তারেক মাসুদ১৯৫৬ সালের৬ ডিসেম্বরবাংলাদেশের ফরিদপুরজেলার ভাঙ্গাউপজেলার নূরপুরগ্রামে জন্মগ্রহণকরেন। তারসম্পূর্ণ নামআবু তারেকমাসুদ হলেওতিনি তারেকমাসুদ নামেইবেশ পরিচিত।তার পিতারনাম মশিউররহমান মাসুদও মাতারনাম নুরুননাহার মাসুদ।তারেক মাসুদেরস্ত্রী ক্যাথরিনমাসুদ। তারপূর্বের নামক্যাথরিন শেপিয়ার(Catherine Lucretia Shapere)। তারেকমাসুদ ওক্যাথরিন মাসুদেরএক পুত্রসন্তান রয়েছে, নাম ‘বিংহামপুত্রা মাসুদনিশাদ’।তারেক মাসুদঢাকার লালবাগমাদ্রাসা থেকেমৌলানা পাসকরেন। তবে১৯৭১ সালেমহান মুক্তিযুদ্ধেরসময় তারমাদ্রাসা শিক্ষারসমাপ্তি ঘটে।পরে ফরিদপুরেরভাঙ্গা পাইলটউচ্চ বিদ্যালয়থেকে প্রাইভেটেম্যাট্রিক পরীক্ষায়প্রথম বিভাগেপাশ করেন।আদমজী ক্যান্টনমেন্টকলেজ থেকেআইএ পাশকরেন করেনটর ডেমকলেজে ভর্তিহন। কিন্তুপরে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিভাগ থেকেস্নাতক ডিগ্রিঅর্জন করেন।

তারেক মাসুদেরবাবা মশিউররহমান মাসুদেরব্যক্তিজীবনের সঙ্গেযেন মীরমশাররফ হোসেনেরসাহিত্য রচনারমিল পাওয়াযায়। ঔপন্যাসিক, নাট্যকার ওপ্রাবন্ধিক মীরমশাররফ হোসেন(১৩ নভেম্বর ১৮৪৭ - ১৯ ডিসেম্বর১৯১২) এরপ্রথম জীবনেররচনাসমূহ ধর্মভিত্তিক ছিলনা(যেমন: জমিদার দর্পণ – ১৮৭৩, মনেরকথা ১৮৯০, গাজী মিয়ারবস্তানী - ১৮৯৯) আবার তিনিইজীবনের শেষপর্যায়ে লিখেছেন, মেীলুদ শরীফ – ১৯০৫, মদিনারগেীরব – ১৯০৬, ইসলামের জয় – ১৯০৮। ইতিহাসবিদও সাহিত্যিকমুনতাসীর মামুনলিখেছেন,

“একপর্যায়েযিনিপ্রগতিশীলপরবর্তীকালেদেখাযায়তিনিইহয়েউঠেছেনরক্ষণশীল।”১

তারেক মাসুদেরবাবা একসময়নাট্য আন্দোলনেরসঙ্গে যুক্তছিলেন। “ভারতীয়গণনাট্যসংঘেরশম্ভুমিত্র, তৃপ্তিমিত্র, বিজনভট্টাচার্য, সলিলচৌধুরীদেরমতোব্যক্তিদেরসঙ্গেমিলেতারেকমাসুদেরবাবামশিউররহমানমাসুদওতখনপথেপথেনাট্যআন্দোলনগড়েতুলছেন।”২  এ প্রসঙ্গেতারেক মাসুদেরকথা উল্লেখকরছি, তিনিবলেছেন- ”বেণুর(সঙ্গীতশিল্পীমাহমুদুররহমানবেণু) ডিরেক্টমিউজিকটিচার, ক্লাসিক্যালমিউজিকেরসমস্ততালিমকিন্তুআমারবাবারদেওয়া।আমার(তারেকমাসুদ) বাবাঅর্থাৎবেণুরছোটকাকাএখনোতাদেরআদর্শ।”৩ কিন্তুতারেক মাসুদেরনানি মারাযাওয়ার পরতার বাবারজীবনে পরিবর্তনআসে। তিনিধর্মীয় কার্যকলাপেরপ্রতি বিশেষমনোযোগী হন।তবে একথাবলতে কোনদ্বিধা নেইযে তারেকমাসুদের পরিবারসংস্কৃতি সচেতনছিলেন। 

মনিস রফিকতার “তারেকমাসুদ চলচ্চিত্রেরআদম সুরত” গ্রন্থে ‘তারেকমাসুদ আদমসুরতের সন্ধানেআরেক আদমসুরত’ শিরোনামেলিখেছেন কীভাবেতারেক মাসুদচিত্রশিল্পী এসএম সুলতান(১০ আগস্ট ১৯২৩ - ১০ অক্টোবর১৯৯৪) কেনিয়ে তৈরিকরেন আদমসুরত(The Inner Strength) প্রামাণ্যচিত্র। বাংলাদেশফিল্ম আর্কাইভেরফিল্ম অ্যাপ্রিসিয়েশনকোর্স শেষেতারেক মাসুদপড়াশোনার জন্যবিদেশে চলেযাওয়ার কথাজানাতে যানকোর্সের ক্যামেরারশিক্ষক আনোয়ারহোসেনকে। তখনতিনি বললেন,                        “আজকেরকাগজদেখেছ? আমি(তারেকমাসুদ) বললাম, না।তিনিআবারবললেন, ইত্তেফাকখুলেদেখো, ব্যাকপেইজেবড়করেনিউজশিল্পীসুলতানহাসপাতালে, মারাত্মকভাবেঅসুস্থ।তুমিযদিএখনপড়তেবাইরেচলেযাও, ফিরেএসেদেখবেশিল্পীনেই।তোমারমনেরমধ্যেকিন্তুবিরাটআফসোসথেকেযাবে।আমিআনোয়ারভাইকেবললাম, আমিবাইরেযাওয়ারযাবতীয়কাজসেরেফেলেছি, আমিচলেযাব।”৪  এ কথাবলে তারেকমাসুদ আনোয়ারহোসেনের জিগাতলারবাসা থেকেবের হয়েজিগাতলা বাসস্ট্যান্ডে৬ নাম্বারবাসের জন্যদাঁড়িয়ে ছিল।তখন বাসআসতে দেরিকরে। জিগাতলাবাসস্ট্যান্ডের রাস্তায়তারেক মাসুদেরমাথায় নব্যবুদ্ধি আসে, বিদেশ যাওয়ারচিন্তা বাদ।বিদেশ যাওয়ারজন্য যেটাকা ছিলতা দিয়েচিত্রশিল্পী এসএম সুলতানেরওপর ছবিবানানোর কথাভাবেন। তারেকমাসুদের এইভাবনার ফলেদেশে যুগান্তকারীএক প্রামাণ্যচিত্রতৈরি হয়।যাতে শিল্পীএস এমসুলতানের দৈনন্দিনকর্ম ওশিল্পজীবন চিত্রায়ণেরপাশাপাশি বাংলারসংস্কৃতি এবংকৃষি চিত্রতুলে ধরাহয়েছে। ক্যাথরিনমাসুদ ’সমকাল’ এ “আদমসুরত ওতারেক মাসুদ” শিরোনামে লিখেছেন, “এটি(ডিজিটালভার্সনেরূপান্তরিত 'আদম সুরত') সাধারণকোনোডিভিডিনয়।সুলতানেরওপরতৈরিএকসমৃদ্ধদলিল।” ৫ এইসমৃদ্ধ দলিলতৈরির পিছনেবেশ বড়একটি গল্পরয়েছে। 

১৯৯৫ সালেনির্মাণ করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধেরসময় ভ্রাম্যমাণগানের দলনিয়ে “মুক্তিরগান”।মুক্তির গাননিয়ে পৃথকআলোচনার প্রয়োজনরয়েছে। সার্বিকধারণা থেকেবলতে চাই- ‘তারেক মাসুদও ক্যাথরিনমাসুদ পরিচালিতমুক্তির গান: সম্পাদনা টেবিলেযুদ্ধক্ষেত্র’।২০০২ সালেতার প্রথমপূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ মুক্তি পায়। ‘মাটির ময়না’ অনেক উৎসবেপ্রদর্শিত হয়ও বেশপ্রশংসা অর্জনকরে।

তারেক মাসুদও ক্যাথরিনমাসুদের চিন্তাভাবনা ছিলতরুণ প্রজন্মনিয়ে। তারাশুধু ক্যামেরাবন্দী ফ্রেমেরকথাই চিন্তাকরেন নাই, ঐসময়ে অ্যানিমেশননির্মাণেও দেখিয়েছেনদক্ষতা। “১৯৯২সালেস্ত্রীক্যাথরিনমাসুদেরসাথেযৌথভাবেতারেকএকটিঅ্যানিমেশনশর্টফিল্মনির্মাণকরেনযারদৈর্ঘ্যমাত্রতিনমিনিট।”৬“প্রথমঅ্যানিমেশন-চিত্রইউনিসন।”৭ বর্তমানসময়ে এসেঅ্যানিমেশন চলচ্চিত্রেরপ্রতি ঝোঁকলক্ষণীয় নতুনপ্রজন্মের। সেক্ষেত্রেতারেক মাসুদও ক্যাথরিনমাসুদের নির্মাণভাবনায় অ্যানিমেশনচলচ্চিত্রের স্থানপাওয়া নিশ্চয়ইতৎকালীন সময়েনব্য বার্তাদিত কিংবাউন্মাদনা সৃষ্টিকরত।

“রানওয়েতারেকওক্যাথরিনেরনিজস্বঅর্থায়নেনির্মিতচলচ্চিত্র।তাঁদেরনিজেদেরএকটিজমিবিক্রিকরেতাঁরাএ-চলচ্চিত্রটিনির্মাণকরেছেন।”৮ প্রথমদিকেনিজের বিদেশেপড়াশোনা করারঅর্থ দিয়ে ‘আদম সুরত’ তৈরির জন্যব্যয় করলেন।আবার জমিবিক্রি করেচলচ্চিত্র বানালেন।আসলে টাকাপয়সা, জমিএসব কিছুতুচ্ছ করেরাস্তায় নিজেরজীবন দিয়েগেলেন চলচ্চিত্রেরজন্য। “তারেকমাসুদের ‘কাগজের ফুল’ চলচ্চিত্রেরশুটিংয়েরলোকেশননির্বাচনশেষেদুপুর১২টা২০মিনিটেঢাকারউদ্দেশেরওনাদেন।পথেঘিওরেঢাকা-আরিচামহাসড়কেবিপরীতদিকথেকেআসাএকটিবাসেরসঙ্গেমাইক্রোবাসটিরমুখোমুখিসংঘর্ষহয়।এতেঘটনাস্থলেইতারেকমাসুদ, শহীদবুদ্ধিজীবীমুনীরচৌধুরীরমেজছেলেমিশুকমুনীর, তারেকমাসুদেরসঙ্গেকাজকরাওয়াসিম, জামালওমাইক্রোবাসেরচালকমোস্তাফিজেরমৃত্যুহয়।”৯  চিন্তাবিদ ওলেখক অধ্যাপকসলিমুল্লাহ খানতারেক মাসুদসম্পর্কে স্মৃতিচারণকরে বলেছেন, “...আমিবলিবঢাকাশহরেতারেকমাসুদনাইবলিয়াএইশহরবসবাসেরআরোঅযোগ্যমনেহইতেছে।”১০  তারেক মাসুদেরচলে যাওয়ায়এই দেশেরজন্য ক্ষতিহলো। আমরাসৃষ্টিশীল মানুষহারালাম সড়কে।একজন তারেকমাসুদ আমাদেরকাছে কতসুন্দর করেইতিহাসকে তুলেধরার জন্যচলচ্চিত্র জগতেআগমন করেছেন।হয় তোবাংলাদেশের ইতিহাসেঅনেক নির্মাতাআসবেন কিন্তুএকজন তারেকমাসুদ আসবেননা। আমারবিশ্বাস তারেকমাসুদ আমাদেরসঙ্গে আছেন।

তারেক মাসুদজাতীয় চলচ্চিত্রপুরস্কার(১৯৯৬ও ২০০৩), ফিল্ম সাউথএশিয়া(১৯৯৭), ডিরেক্টরস গিল্ডঅব গ্রেটব্রিটেন(২০০৪), কেরালা আন্তর্জাতিকচলচ্চিত্র উৎসব(২০০৩) ইত্যাদিসহ আরোবেশ কিছুপুরস্কার ওসম্মাননা অর্জনকরেন। তিনি২০১২ সালেমরণোত্তর বাংলাদেশেরদ্বিতীয় সর্বোচ্চবেসামরিক পুরস্কারএকুশে পদকলাভ করেন।

পরিশেষে, তারেকমাসুদ নিজেএকটি পথতৈরি করেগেছেন সেইপথ অনুসরণকরে তরুণনির্মাতারা এগিয়েযাচ্ছে স্বাধীনচলচ্চিত্র নির্মাণেরদিকে। তারেকমাসুদ ওতার স্ত্রীক্যাথরিন মাসুদযে সকলস্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ওঅ্যানিমেশন নির্মাণকরেছেন তাআমাদের দেশেরজন্য অমূল্যসম্পদ হয়েথেকে যাবে।তারেক মাসুদের“মৃত্যুর১১বছরপরনিজেরজেলায়গঠিতহলোতাঁরনামেচলচ্চিত্রসংসদ।”১১  ’তারেক মাসুদমেমোরিয়াল ট্রাস্ট’ তারেক মাসুদেরনির্মিত কাজেরপ্রচার ওসংরক্ষণ করেথাকে। তারবই প্রকাশিতসমূহ: চলচ্চিত্রযাত্রা, চলচ্চিত্রলেখা : চিত্রনাট্যও গান, আদম সুরত, তিনে নেত্র, আবুল হোসেনেরসঙ্গে কথোপকথন(আবদুল মান্নানসৈয়দ , তারেকমাসুদ) ইত্যাদি।তার স্ত্রীক্যাথরিন মাসুদলিখেছেন- তারেকমাসুদ : জীবনও স্বপ্ন(Tareq Masud : Jibon O Shopno)। তারেকমাসুদ ওক্যাথরিন মাসুদেরসৃষ্টিকর্ম আমাদেরচিন্তাজগৎ অধিকারকরে বিকশিতহোক।

  • গ্রন্থপঞ্জি 

১.               মুনতাসীরমামুন, উনিশশতকেপূর্ববঙ্গেরথিয়েটারওনাটক, সময়প্রকাশন, পৃ: ৫৫ও৫৬।

২.              মনিসরফিক, তারেকমাসুদচলচ্চিত্রেরআদমসুরত, রোদেলাপ্রকাশনী, পৃ: ২৭।

৩.              মনিসরফিক, তারেকমাসুদচলচ্চিত্রেরআদমসুরত, রোদেলাপ্রকাশনী, পৃ: ২৪।

৪.               মনিসরফিক, তারেকমাসুদচলচ্চিত্রেরআদমসুরত, রোদেলাপ্রকাশনী, পৃ: ১৭।

৫.              ক্যাথরিনমাসুদ, আদমসুরতওতারেকমাসুদ, সমকাল, ১১ডিসেম্বর২০১৪।https://web.archive.org/web/20210102103029/https://samakal.com/todays-print-edition/tp-others/article/1412104258/%E0%A6%86%E0%A6%A6%E0%A6%AE-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%93-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6

৬.              বাংলামুভিডেটাবেজ, তারেকমাসুদ: https://bmdb.com.bd/person/1133

৭.               ফাহমিদুলহক, মাসুদ, তারেক, বাংলাপিডিয়া: https://bn.banglapedia.org/

৮.              সাজেদুলআউয়াল, তারেকমাসুদতাঁরলোকচলচ্চিত্র, কালিওকলম, https://www.kaliokalam.com/

৯.              নিজস্বপ্রতিবেদকমানিকগঞ্জ, তারেকমাসুদওমিশুকমুনীরসহনিহত৫, প্রথমআলো, ১৩আগস্ট২০১১

১০.             সলিমুল্লাহখান, প্রার্থনা, আমারশিক্ষকতারেকমাসুদ, ঢাকা: মধুপোক, ২০১৯, পৃ. ৪৯-৫৫।

১১.             নিজস্বপ্রতিবেদকঢাকা, তারেকমাসুদফিল্মসোসাইটিরযাত্রাশুরু, প্রথমআলো, ২৭মার্চ২০২২

Comments

    Please login to post comment. Login