Posts

কবিতা

মসজিদের গম্বুজ

December 6, 2024

Amir Hamza

7
View
বাবরি মসজিদ
বাবরি মসজিদ

মসজিদের গম্বুজ 


 

                        -আমির হামজা


 

দূরে  থেকে শোনা যায় আজানের ধোনি 

আমি বৃথা বসে আছি ফিরে দেখিনি


 

আমাকে ডাকছে ডাহুক শালিক 

মুয়াজ্জিন ডেকে যায় পঞ্চমবার জন্য।

ডেকে যায় ডেকে যায় হৃদয়ে প্রহার

ডেকে যায় বাঁধ ভাঙা কণ্ঠে জোয়ার।


 

প্রাচীরের দেওয়ালে প্রহরীর ফজর

এসার প্রহরে এসে ধোয়ানো হলো তার বসর

সন্ধ্যের পরে জানাজার নামাজ

ডেকে যায় ডেকে যায় স্তব্ধ নিঃসাড়


 

কত বর্ষ জন্ম মৃত্যু শত শত 

কত যুগ কাল জীবন প্রহার কত রত

ডাকছে সে আদিম থেকে কল্যাণের লাগি

ডেকে যায় ডেকে যায় আমি তো বিবাগী

আমাকে যে ডেকে যায় মরুর পরশ

ডেকে যায় কল্যাণ আর মধুর সরস 


 

গ্লানি ক্লান্তি র গণ্ডি পেরিয়ে,

আমাকে যে ডেকে যায় সর্বস্ব দিয়ে

পার্থিব কলঙ্কের বোঝা মাথায় নিয়ে

আমি ধীর স্থির হেঁটে যাই  অপার্থিবের পথে। 

মেম্বারে বসে আছে দুঃখী  ইমাম তখন 

বাবরি মসজিদ ভোলেনি কেউ জনম জনম। 

Comments

    Please login to post comment. Login