জাপান কেনো পার্ল হারবার আক্রমণ করেছিল??
ইতিহাস প্রেমী মানুষেরা কিছুটা শিহরে ওঠেন একটি নাম শুনলে। নামটি কি জানেন?? “পার্ল হারবার”।
চোখ বুজলে তারা একটা যুদ্ধের দৃশ্যপট দেখতে পান।যুদ্ধ বিমানের কান ফাটানো শব্দ শুনতে পান।চোখের সামনে ভেসে উঠতে থাকে আগুনে ঝলসানো একটা দ্বীপের ছবি। আপনি কি বুঝতে পারছেন কিসের কথা বলছি?? হ্যা,ঠিক ধরেছেন। আমি বলছি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ সামরিক যুদ্ধের কথা।