আঙুল | তোফায়েল কামাল
আঙুলের ছাপ
দিও না হৃদয়ে, দোকানিপুতুল। কাচের আড়াল ভেঙে
বের করে দিও না বুকের শীলাভাঁজ। পথে-পথে নিষিদ্ধ কিছু পিঁপড়ের চোখ; হা করে গিলে নেবে বৃষ্টিস্নাত মানবিক-মৌনতা, লবণের অদৃশ্য শরির!
আঙুলের ছাপ অথবা অটোগ্রাফ
আঙুলের পাপ অথবা অভিশাপ
দিও না দৃশ্যময়ী।
আঙুলের রেখায় রোদ অথবা আঙুরের শরির
সিরামিক কাপে খোঁজে
পোড়া ঠোঁটের কঠিন শাসন।