Posts

কবিতা

আ ঙু ল

December 6, 2024

তোফায়েল কামাল

26
View

আঙুল | তোফায়েল কামাল 

আঙুলের ছাপ
দিও না হৃদয়ে, দোকানিপুতুল। কাচের আড়াল ভেঙে 
বের করে দিও না বুকের শীলাভাঁজ। পথে-পথে নিষিদ্ধ কিছু পিঁপড়ের চোখ; হা করে গিলে নেবে বৃষ্টিস্নাত মানবিক-মৌনতা, লবণের অদৃশ্য শরির!

আঙুলের ছাপ অথবা অটোগ্রাফ 
আঙুলের পাপ অথবা অভিশাপ 
দিও না দৃশ্যময়ী।

আঙুলের রেখায় রোদ অথবা আঙুরের শরির 
সিরামিক কাপে খোঁজে 
পোড়া ঠোঁটের কঠিন শাসন।

Comments

    Please login to post comment. Login