ভাববিতান | তোফায়েল কামাল
একটি উড়ালসেতু বেয়ে
একপাল ইদুঁর রাজমহলে প্রবেশ করে তাদের দাঁতগুলো গেঁথে দেয় শাহীদরবারের দেয়ালে-দেয়ালে
হরিণের হাড়গুলো খসে পড়ে।
একপাল হাতির সাদাদাঁত কলাবনে হঠাৎ উন্মোচিত হয়ে গেলে, চুনকাম বাড়িগুলো দরজাবিহীন হাসিতে উল্লাস করে। দূর থেকে ভেসে আসে ফাল্গুনের রাতজাগা এক দরবেশের ভাববিতানের ইশতেহার, ( বন্ধনীর ভেতরের কথাগুলো একান্ত বন্দনীয় )
একঝাঁক জংলীশকুন সেগুনের আকাশমুখো ডালে বসে যাদের বন্দনায় ইস্তেখারা করে, তাদের স্বপ্নের ভেতরে প্লেগ-আক্রান্ত একপাল হাঁস মাটিতে ডানালেপ্টে হেঁটে যায়। পিঁপড়ের গোপনমন্ত্রণাগার থেকে বেরিয়ে আসে কোটিকোটি দীর্ঘশ্বাস
একপাল বুনোশুয়োর
হলুদ সরিষার ক্ষেতে নেমে হঠাৎ অন্ধ হয়ে যায়। এদিন সন্ধ্যায় জ্বলে না স্ট্রিটলাইট; ওঠে না চাঁদ, শুধু সমিতির টাকায় কেনা অশ্রুফোঁটা পড়ে থাকে বৈশ্বিক ডাস্টবিনে।