ধর্ম যাই হোক, কর্ম হোক ভালো
কঠোর পরিশ্রমেই
জ্বালাবে জীবনে সফলতার আলো।
অন্ধকারে যেমন
আলো লুকিয়ে থাকে,
তেমনই হাজারো ব্যর্থতার মাঝে
সফলতা থাকে।
শুধু প্রয়োজন ধৈর্য ও নিষ্ঠা
এবং দৃঢ় মনোবল।
তাই, ধর্ম যাই হোক,
কর্ম হোক ভালো।
হাজারো ব্যর্থতার মাঝে
হয়তো একদিন কঠোর পরিশ্রমই
জ্বালাবে জীবনে সফলতার আলো।
---