যদি না কর সময়ের সঠিক ব্যবহার,
তাহলে জীবনে পাবে না কোনো সফলতা।
অতীতের কথা ভেবে যদি কর সময়ের অপব্যবহার,
তাহলে বর্তমান আর ভবিষ্যতের কী দরকার?
সময়ের যদি না কর সঠিক ব্যবহার,
তাহলে তোমার ভবিষ্যৎ হবে অন্ধকার।
অতীতের কথা ভেবে কোরো না
সময় এর অপচয়।
অতীত কি ফিরিয়ে দেবে তোমাকে সেই হারানো সময়?
তাই যদি চাও জীবনে সফলতা,
করো সময়ের সঠিক ব্যবহার।
কোরো না সময়ের অপচয়,
ভেবো না অতীতের কথা।
তাহলে হয়তো একদিন তোমার জীবন সার্থক হবে।
পাবে তুমি তোমার গন্তব্যের দেখা।