Posts

নিউজ

প্রথমবার অ্যাডাল্ট নভেল লিখছেন আনা-মেরি ম্যাকলেমোর

December 7, 2024

নিউজ ফ্যাক্টরি

প্রথমবার প্রাপ্তবয়স্কদের জন্য ফিকশন লিখছেন মার্কিন-মেক্সিকান লেখক আনা-মেরি ম্যাকলেমোর। প্রকাশনা সংস্থা ডায়াল প্রেস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 'দ্য ইনফ্লুয়েন্সারস' নামের উপন্যাসটি আগামি বছরের বসন্তে বের হবে।  

ডায়াল প্রেস এই বইটিকে জাতি, লিঙ্গ, যৌনতা এবং শ্রেণির ওপর ভিত্তি করে লেখা একটি অসাধারণ উপন্যাস বলে উল্লেখ করেছে। এতে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং তার ৫ কন্যার কাহিনী বর্ণনা করা হয়েছে।

আনা-মেরি ম্যাকলেমোর হলেন মেক্সিকান বংশোদ্ভূত মার্কিন লেখক। তিনি মূলত ইয়াং অ্যাডাল্ট ফিকশন লেখক হিসেবে বহুল পরিচিত। ২০১৫ সালে তরুণদের জন্য লেখা ফ্যান্টাসি উপন্যাস ‘দ্য ওয়েট অব ফেদারস’ দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন তিনি।  

তার উপন্যাস ‘হোয়েন দ্য মুন ওয়াজ আওয়ারস’ ২০১৬ সালের সেরা বই হিসেবে নির্বাচিত করেছিল মার্কিন সাহিত্য বিষয়ক ম্যাগাজিন কিরকাস। এই বইটি একই বছর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের ফিকশন বিভাগের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল। তার লেখা উল্লেখযোগ্য বইগুলো হলো, সেলফ মেড বয়েজ, ডার্ক অ্যান্ড ডিপেস্ট রেড, দ্য মিরর সিজন, ফ্ললেস গার্লস, ওয়াইল্ড বিউটি। 

উল্লেখ্য, দ্য ইনফ্লুয়েন্সারস ২০২৫ সালের ১৫ এপ্রিল প্রকাশিত হবে বলে জানা গেছে।   

সূত্র: কিরকাস 

Comments

    Please login to post comment. Login