আর কয়েক দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে ক্রিসমাসের ছুটি শুরু হয়ে যাবে। এই ছুটিতে পড়ার জন্য কিছু বইয়ের তালিকা প্রকাশ করেছেন বিল গেটস। ৩ ডিসেম্বর তিনি তার ব্লগ গেটস নোটসে এই তালিকাটি প্রকাশ করেন।
মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা এবারের ক্রিসমাসের ছুটিতে পড়ার জন্য ৪টি বই বেছে নিয়েছেন। গেটস লিখেছেন, এই বইগুলো আপনার চারপাশের বিশ্বকে বুঝতে সহায়তা করবে। প্রযুক্তি, সমাজ এবং মানব অভিজ্ঞতার বিষয়ে অনন্য অন্তর্দৃষ্টি প্রদান করবে।
২০২৪ সালের বিল গেটসের হলিডে রিডিং লিস্ট এক নজরে দেখে নেওয়া যাক:
১. ডরিস কেয়ার্নস গুডউইনের 'অ্যান আনফিনিশড লাভ স্টোরি'
২. মুস্তাফা সুলেমান এবং মাইকেল ভাস্করের ‘দ্য কামিং ওয়েভ’
৩. গ্র্যাডি হিলহাউসের 'ইঞ্জিনিয়ারিং ইন প্লেইন সাইট'
৪. জোনাথন হেডটের ‘দ্য অ্যাংশাস জেনারেশন’