এক রমণী এক হাতে হৃদয় ছুঁয়ে-
ভালোবেসে, কাছে এসে, পাশে বসে
ঘাতকের আচরণ করে,
অন্য হাতে দূরে ঠেলে, ভাগাড়ে ফেলে
হৃদয়কে বিষ-বেদনা দিয়ে-
গেলো সে গেলো ভুলে।
ভালোবেসে, কাছে এসে, পাশে বসে
ঘাতকের আচরণ করে,
অন্য হাতে দূরে ঠেলে, ভাগাড়ে ফেলে
হৃদয়কে বিষ-বেদনা দিয়ে-
গেলো সে গেলো ভুলে।