Posts

গল্প

অতীত ডিসেম্বর

December 9, 2024

রায়হান সিদ্দিকী

145
View

 

গল্পটার টাইটেল দেখে বুঝে গেছেন হয়তো গল্পটা কেমন হবে। ছেলেবেলায় এই ডিসেম্বর মাসের জন্য বছরের শুরু থেকে অপেক্ষা করতাম। কেননা এই মাসে তখন সেই পড়াশোনা নামক জিনিসের ছুটি হয়ে যাইত। প্রতি দিন আর সন্ধ্যায় পড়তে বসতে হতো না। নতুন শ্রেণিতে ওঠার আনন্দ কাজ করত মনের মধ্যে। আর  সাথে আমাদের বিজয়ের মাস ছিল এই ডিসেম্বর ।

স্কুলের সেই পড়াশোনা পরীক্ষা শেষ করে শুরু হতো পিটি বিজয় দিবসের পোগ্রামের জন্য প্রাকটিস। সেই কি আনন্দ সবার মধ্যে। আবার অনেক সময় হয়েছে এই পিটি করব না,বলে কত কি তাও শিক্ষকেরা বাসা থেকে নিয়ে আসত। আর এরপর ই নানু বাসায়,দাদু বাসায় যাওয়ার সেই আগ্রহ। নভেম্বর সেই ফাইনাল পরীক্ষার আগে থেকে শুরু পরীক্ষা শেষ করে বেড়াতে যাব এই নিয়ে আম্মুর কাছে বাইনা। প্রতিদিন হিসাব করা আর কয়দিন আছে পরীক্ষা শেষ হওয়ার। সেই যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন থেকে বিকালে সকালে কোনো সময় নেই অফুরন্ত খেলাধুলা।ছিল না কারো নিষেধ।কি যে মজা । সকালে আর ৬টায় উঠিয়ে দিত না আম্মু। কিন্তু তখন‌ খেলার জন্য নিজে সকালে ঘুম থেকে ওঠে যায়তাম। আম্মু বলতো এত সকালে ওঠে কি করবি ,বাইরে অনেক ঠান্ডা।  কে শুনতো কার কথা কোনো ফ্রেন্ডকে বাইরে যাইতে দেখলে হয়েছে।আর ডাক দিলে তো কথায় নাই নাস্তা ফেলে রেখে দৌড় খেলতে। আর আমাদের মতো মেডিলক্যাল ফ্যামিলি ছেলে-মেয়েদের আশা পূরণের মাসও কিন্তু এই ডিসেম্বর । কেননা  এই মাসে বাবা-মার কাছে চাওয়া জিনিসগুলো পাওয়া যায়। বলতাম আব্বুরে আমাক এইটা কিনে দাও,তখন বলতো এই ফাইনাল পরীক্ষা সুন্দর করে দাও তারপর কিনে দিব। হ্যাঁ, আব্বু দেওয়া কথা রাখত । পরীক্ষা শেষে আব্বু কে বলা শুরু এই জিনিস কেনে দেওয়া কথা ছিল। তখন আব্বু বলতো মনে আছে তো। সন্ধ্যায় চেম্বার থেকে এসে কিনে দিতে বাজার নিয়ে যাব, তুমি রেডি হয়ে থেকো। সেইদিন মাঠে লেখা শেষ করে মাগরিবের আযানের আগেই বাসায় এসে হাজির।  তারপর আম্মুরে বলা আব্বু এখন আসেনা কেন চেম্বার থেকে ফোন দাও। আসবে নে ,তুই আগে নাস্তা করেনে। নাস্তা করতে বসলেই আব্বু এসে হাজির এখন আমাক কে ধরে , তারপর আব্বু সাথে বাজারে যাওয়া নিজের পছন্দের সেই জিনিস কিনে বাসায় আনা।সেই রাতের আনন্দ কখনো বলে বুঝানোর মতো না। আর যদি কোনো কাজে আব্বু সেইদিন কিনে না দিতে পারে তাহলে মন খারাপ করে থাকা। তখন আব্বু এসে বলে রাতে ,আচ্ছা এর সাথে ঐ জিনিস/পছন্দ র খাবার কিনে দেবে।তাহলে তো আরো খুশি। যেই মন খারাপ ছিল তার চাইতে হাজার গুণ বেশি খুশি। মাঝে মাঝে একটু বড়ো হয়ে ভাবতাম আব্বু যেন আজকে না আসে, সন্ধ্যায় যেন রোগী বেশি আসে ।তাহলে আজকে আর কিনে দিতে পারবে না। তাহলে কালকে বেশি জিনিস কিনতে পারব ।হি হি হি

এখন সেই ডিসেম্বর মাস কোথায় ফেলে আসছি ।সেই শেষ ক্লাস নাইনে ফেলে এসেছি এই ডিসেম্বর মাস কে।

আর তারপর থেকে ঐ ভাবে কখনো যাওয়া হয়না নানু বাসায় এত আনন্দ নিয়ে সব কাজিনরা একসাথে হওয়া হয়ে উঠে না। সেই রাতে নানু বাসায় আম্মু খালামনিদের গল্প , হাজারো দুষ্টামি করলেও আম্মু কিছু বলতে পারে না । কেননা সেই দিন বাঁচানোর জন্য নানি, খালামনিরা সবাই থাকে। 

"আজ এইসব সবই স্মৃতি পাতায়।কখনো আর ফিরে যাওয়া হবেনা ঐ ডিসেম্বরে। 

এখন ডিসেম্বর আসে চলে যায় কিন্তু সেই সব দিনতো আসে না।"



 

Comments

    Please login to post comment. Login