Posts

কবিতা

ভু য় সী চাঁ ড়া ল

December 9, 2024

তোফায়েল কামাল

22
View

নগরে নক্ষত্র একা থাকে 
গ্রামে পড়শি। ফুটপাতের 
বিছানা গলে চাঁদের নেশা-
নগ্ন আলো ধুলোর চাদরে, মৌরসিমাতাল।

দেয়ালে-দেয়ালে পোস্টারে 
লাগানো চোখ, রুগ্ন হাসির
উজ্জ্বল সাদাকালো মুখোশ! 
রাত হলে জেগে থাকে একা, ভুয়সীচাঁড়াল।

তিনভাগ জীবনের 
সাতরঙা স্বপ্নচাষা, মুনিশিমাকাল।

Comments

    Please login to post comment. Login