সোলায়মান কে পেয়ে
আমিও খুশি, তুমিও খুশি,
সোলায়মান কে পেয়ে।
থাকবো সুখে, রাখবো বুকে,
আমরা দু'জন মিলে।
শীতের দিনে, পহেলা মাঘে,
এলো বাবু শনিবারে।
আপন করে, বুকের মাঝে,
নিলাম যত্নে তাঁরে।
তেইশ সালে, ধরার মাঝে,
সোনা জানুয়ারী মাসে।
আমার কোলে, মায়ের বুকে,
চৌদ্দ তারিখে আসে।