Posts

নিউজ

মঙ্গলবার থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা শুরু

December 9, 2024

নিউজ ফ্যাক্টরি

১০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হতে যাচ্ছে। রোববার (৮ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।    

ভ্রাম্যমান এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং মেটলাইফ ফাউন্ডেশন।   

চলতি বছর দেশের ১২৮টি স্থানে অনুষ্ঠেয় এ ভ্রাম্যমাণ মেলায় থাকবে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৩টি গাড়ি। প্রতিটি গাড়িতে থাকবে ১০ হাজার বই। বইগুলো ২৫ থেকে ৩৫ শতাংশ ছাড়ে বিক্রি করা হবে। প্রতিটি স্থানে পাঁচ দিন করে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বইমেলা চলবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি জানান, প্রায় আড়াই কোটি পাঠককে বিনা পয়সায় বই পড়িয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সবার জন্য বই উন্মুক্ত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বই পড়ার অভ্যাস তৈরি করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র কাজ করে যাচ্ছে।  

এদিকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন ও মেটলাইফ ফাউন্ডেশনের কমিউনিকেশন বিভাগের সহকারী ভাইস প্রেসিডেন্ট ফারিয়া মাহবুব। 

Comments

    Please login to post comment. Login