Posts

কবিতা

একাকিত্বের নেমেসিস

December 10, 2024

সাঈফ

89
View

একাকিত্বের নেমেসিস
 

প্রায় ঘর ফেরৎ, প্রায় বন্দরে পা রাখবে

পুরোপুরি বন্ধুহীন, শূন্য ঘরে বালিশ-কাঁথা।

হন্তদন্ত হয়ে ঘরে ফেরা ফিরিস্তিতে নেই,

কোনো কোলাহল নেই, আশ্চর্য! ভিড় এত নিশ্চুপ?

উত্তরকে বয়ে নিয়ে গেলো উত্তরী বাতাস

কুয়াশায় ভেজা নদীর এই আশ্চর্য সুবাস।

এই আলোকিত নগরীর ঢেউ

আমাকে পাবে না কেউ।

আমাকে পাবে না কিছুই।

Comments

    Please login to post comment. Login