একাকিত্বের নেমেসিস
প্রায় ঘর ফেরৎ, প্রায় বন্দরে পা রাখবে
পুরোপুরি বন্ধুহীন, শূন্য ঘরে বালিশ-কাঁথা।
হন্তদন্ত হয়ে ঘরে ফেরা ফিরিস্তিতে নেই,
কোনো কোলাহল নেই, আশ্চর্য! ভিড় এত নিশ্চুপ?
উত্তরকে বয়ে নিয়ে গেলো উত্তরী বাতাস
কুয়াশায় ভেজা নদীর এই আশ্চর্য সুবাস।
এই আলোকিত নগরীর ঢেউ
আমাকে পাবে না কেউ।
আমাকে পাবে না কিছুই।