Posts

ফিকশন

জীবন জেনো  আকাশের  মতো।

December 10, 2024

Raisul Islam Rownok

 জীবন জেনো  আকাশের  মতো।

 মাঝে মাঝে কালো মেঘে ঢেকে যায়।

নেমে আসে অন্ধকার।

আবার সেই মেঘ  কেটে গেলে । 

সূর্যের আলোয় সবকিছু আলোকিত হয়ে যায় ।

   মাযে মাযে মেঘাচ্ছন্ন আকাশ দেখে আনন্দিত হলেও।

সেই আকাশ ধেয়ে আনে প্রচন্ড ঝড়।

যা মূহুর্তের মধ্যেই সবকিছুকে তছনছ করে দেয়।


 

Comments

    Please login to post comment. Login