জীবন জেনো আকাশের মতো।
মাঝে মাঝে কালো মেঘে ঢেকে যায়।
নেমে আসে অন্ধকার।
আবার সেই মেঘ কেটে গেলে ।
সূর্যের আলোয় সবকিছু আলোকিত হয়ে যায় ।
মাযে মাযে মেঘাচ্ছন্ন আকাশ দেখে আনন্দিত হলেও।
সেই আকাশ ধেয়ে আনে প্রচন্ড ঝড়।
যা মূহুর্তের মধ্যেই সবকিছুকে তছনছ করে দেয়।