Posts

কবিতা

"জ্বলন্ত স্মৃতি"

December 10, 2024

জাবের আহমদ

63
View

ত্যাগের শিখায় জ্বলেছিল প্রাণ,
আসেনি থামতে দুর্জয় হুঁশিয়ারি বান।
রক্তে রাঙা পথ, বজ্রকণ্ঠের গান,
পতন হলো স্বৈরাচারী ক্ষমতাদান।

আবু সাঈদ, মুগ্ধ, শহীদদের নাম,
তাদের রক্তে লেখা স্বাধীনতার দাম।
মায়ের আহাজারি, পিতার দীর্ঘশ্বাস,
সবই লিখেছে বিজয়ের ইতিহাস।

শামসুজ্জোহা’র মতো অমর স্মৃতি,
যুগ যুগান্তরে জ্বলবে ঐ আলোটি।
সাহসের প্রতীক, চেতনার দীপ,
তাদেরই জন্য এই অর্জিত স্নিগ্ধ।

যুদ্ধের মিছিল, গগনে স্লোগান,
"এক দফা—স্বাধীনতা", বজ্রগর্জন।
চলেছে লাঠি, গুলি আর রক্তের ধারা,
তবু থামেনি জাতির এই মহাযাত্রা।

অশ্রু আর রক্তে লিখা যে গান,
স্বাধীনতার মোহনায় হলো জয়গান।
আল্লাহর কৃপায়, রাখি প্রার্থনার বাণী,
এই অর্জন হোক চিরস্থায়ী, চিরকথামণি।

Comments

    Please login to post comment. Login