সেক্স অ্যান্ড দ্য সিটি তারকা সারাহ জেসিকা পার্কার ২০২৫ সালের বুকার প্রাইজের বিচারক প্যানেলে রয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই প্যানেলের বিচারকদের নাম ঘোষণা করা হয়েছে।
সারাহ জেসিকা পার্কার ছাড়াও এই প্যানেলের অন্যান্য বিচারকরা হলেন, নাইজেরিয়ান লেখক আয়োবামি আদেবায়ো, কিলি রিড, সাহিত্য সমালোচক ক্রিস পাওয়ার এবং আইরিশ লেখক রডি ডয়েল।
৫৯ বছর বয়সী মার্কিন এই অভিনেত্রী আগামি বছরের বুকারজয়ী লেখক নির্বাচনে সাহায্য করবেন।