হৃদয়ের মরুভূমি দখল করে নিচ্ছে অপ্রচলিত
স্বপ্নেরা।
বৃক্ষের অগণিত পাতার মতো জীবনে হানা দিচ্ছে অন্যরা।
বজ্রপাতের ছলে টর্চ জ্বালিয়ে খোঁজ নেয়া ঈশ্বর আমার।
মানিব্যাগের ভিতর সঙ্গীহীনতার দলিল নিয়ে চলা
আমি,
ষোলআনা অসামাজিক মানুষ।
মোল্লা বাজারে নিঃসঙ্গতা নিলামে তুলে দিয়েছি
যাই দুই-চার পয়সা পাই,
নিঃসঙ্গতা আমার আর দরকার নাই