১৯৭১-এ বাংলাদেশের বুদ্ধিজীবীরা সামাজিক ও সাংস্কৃতিকভাবে আপামর জনসাধারণকে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য দখলদারদের রোষানলে পড়ে বড় করুণভাবে নিজেদের জীবন বিপন্ন করে নিজেদের প্রগতিশীল চিন্তা ও ভাবনার দায় চুকান। ভীতি ও সুবিধাবাদের কাছে হেরে না গিয়ে দেশকে ভালোবাসবার নজির স্থাপন করে গেছেন তাঁরা। বাঙালি ভীষণ দুঃখের ডালি ভরে নিয়ে সেই বীরদের জন্য নিশ্চিতই অর্ঘ্য সাজাবে। হাজার বছরের তিমির কাটিয়ে আলোর প্রভাত এনে দিয়েছেন যাঁরা, তাঁদের বন্দনা হবে অহোরাত্রি।