আরো অনেককিছুর বাইরেও আমি চাই
তুমি তিনবেলা ভাত খাও।
কিছু নিয়ম মানো।
বিড়িজীবী হিসেবে না বাঁচো।
তোমার পিগি নোজ, নিতে শিখুক স্পিরিটাস রেক্টিফাইডের ঘ্রাণ।
একবার নাকে নিলে, রেক্টাম পর্যন্ত জ্বলে যায় নাকি।
ছেঁড়া মোজায় কতদিন আর লুকাবে নিজেকে?
আলো আর ধোঁয়ার ভারসাম্যে বাঁচো না পাখি!
সুন্দরমতো মাথাটা যে রেখেছো জুতায় গুঁজে।
দ্যাখো আমি চাই তুমি নিয়ম মানো।
লাঞ্চবক্সে শস্যদানা আর প্রোটিনজাতীয় কিছু থাকুক।
সব হাইডদের মেরে, কেবল জেকিল হয়েই থাকো।
কানটুপি আর মাফলার জড়িয়ে রাখুক তোমাকে।
যেন বলা যায়,
জাদুটা এখন রোজ খায়।
শীতের জামাকাপড় ভালোভাবেই পরে।
একটু একটু কথাও শোনে, আর মন খারাপ করে না।
তাহলেই হয়।
নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজ করা, ঠিকঠাক রাস্তা পার হবার দরকার পড়ে না তো।
তুমি এমন হও,
যেন আমার সমস্ত শ্লেষ তোমার গায়ে পাখি হয়ে বসে থাকে।
এমন হও, মোজাগুলো সারাইয়ের পর প্রতিটা সেলাই যেন বলে,
‘এই জাদুটা বদলেছে নিয়মে।
তারপরও দ্যাখো, ভেঙেছে না কবিতার ধাঁচ!’
178
View