ঢেউয়ের মাপে বুকে ব্যথা ওঠে আছড়ে পড়ে
কারো খাসজমিনে
নক্ষত্রের রূপালী চাবুক
রাতের পিট থেকে তোলে নেয়
ঘনকালো দীর্ঘশ্বাস।
তোমাকে রাস্তা পার করে দিয়ে একা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনুভূতির উষ্ণতা ঘিরে নামে ঝমঝমবৃষ্টি; শহরের কৃত্রিম আলো ঝাপসা করে।
একটা রিকশা কিছুক্ষণের মধ্যে
জীবনের ঘুপচিগলিতে মিশে যায়।