Posts

কবিতা

সাদামাটা দৃশ্য

December 12, 2024

তোফায়েল কামাল

155
View

ঢেউয়ের মাপে বুকে ব্যথা ওঠে আছড়ে পড়ে 
কারো খাসজমিনে 
নক্ষত্রের রূপালী চাবুক
রাতের পিট থেকে তোলে নেয় 
ঘনকালো দীর্ঘশ্বাস।

তোমাকে রাস্তা পার করে দিয়ে একা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনুভূতির উষ্ণতা ঘিরে নামে ঝমঝমবৃষ্টি; শহরের কৃত্রিম আলো ঝাপসা করে।

একটা রিকশা কিছুক্ষণের মধ্যে 
জীবনের ঘুপচিগলিতে মিশে যায়।
 

Comments

    Please login to post comment. Login