অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল দুই ভাই। বড় ভাই রমেশ ছিল ধনী ও কৃপণ। তার ধনসম্পদে ভরা গুদাম, সোনা-রূপার থলে, আর বিলাসবহুল জীবন। কিন্তু তার মন ছিল পাথরের মতো কঠিন। অন্যদিকে ছোট ভাই সুমেশ ছিল দরিদ্র। দিন-রাত খেটে তার সংসার চলত। যদিও সে দরিদ্র ছিল, তার মন ছিল উদার ও সহানুভূতিতে ভরা।