অরণ্যের পাশে এক ছোট্ট কুঁড়েঘরে একাকী বসবাস করতেন বৃদ্ধা মধুবালা। তার জীবন ছিল একেবারেই সাধারণ। প্রকৃতি ছিল তার একমাত্র সঙ্গী। আশপাশের অরণ্য থেকে তিনি জ্বালানি কাঠ কুড়াতেন, বনের ফলমূল আর সামান্য শাকসবজি সংগ্রহ করে দিন কাটাতেন। তার জীবন ছিল নিঃসঙ্গ, কিন্তু শান্তিতে পূর্ণ।