একদিনের কথা, সবুজ শস্যক্ষেত আর ছোট্ট কুটিরে ভরা একটি গ্রাম ছিল যেখানে মানুষ একসময় সুখে-শান্তিতে বসবাস করত। কিন্তু দিন বদলানোর সঙ্গে সঙ্গে গ্রামে অশান্তি দেখা দিল। মানুষের মধ্যে হিংসা, ঈর্ষা আর লোভ বাড়তে লাগল। কেউ কারও প্রতি সহানুভূতিশীল ছিল না। এমনকি প্রতিবেশীর সাথে কথা বলাও অনেকের কাছে বিরক্তিকর মনে হতো।