এক গ্রামে বাস করত দুই ঘনিষ্ঠ বন্ধু—রাহুল এবং সৌরভ। তাদের বন্ধুত্ব ছিল অটুট, এবং তারা সবসময় একে অপরের পাশে থাকত। গ্রামের সবাই বলত, "ওদের বন্ধুত্ব চিরস্থায়ী।"
একদিন, পূর্ণিমার রাতে তারা গ্রামের পাশে নদীর তীরে বসে গল্প করছিল। চাঁদের আলো নদীর জলে পড়ে চারপাশ আলোকিত করে রেখেছিল। সৌরভ বলল, "রাহুল, আমাদের জীবন তো সবসময় এমন সহজ নয়। সামনে হয়তো অনেক কঠিন সময়