এক সময়ের কথা, ছোট্ট একটি গ্রামে বাস করত রফিক নামের এক জেলে। সমুদ্রের পাড়ে তার একমাত্র কুঁড়েঘর ছিল। জীবিকার জন্য প্রতিদিনই সে সমুদ্রে যেত এবং মাছ ধরে তা বাজারে বিক্রি করত। তবে, রফিক খুবই অসন্তুষ্ট ছিল তার জীবনের প্রতি। সে সবসময় বলত, "এই সমুদ্র আমাকে শুধু সামান্য কয়েকটা মাছ দেয়। কেন এর বিশালত্ব আমার জীবনে কোনো পরিবর্তন আনতে পারে না?"