কোনো এক সময়ের কথা, পাহাড়ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত আরিফ নামের এক মেষপালক। তার জীবনের একমাত্র কাজ ছিল তার মেষগুলোকে পাহারা দেওয়া। আরিফ ছিল খুবই দয়ালু এবং সৎ। সে তার মেষগুলোকে নিজের পরিবারের মতো ভালোবাসত। তার ঝাঁকে ছিল বড় ছোট মিলিয়ে প্রায় পঞ্চাশটি মেষ। কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল তিনটি ছোট মেষশাবক, যারা সদ্য