Posts

নিউজ

ফিলিস্তিনি লেখকের ইসরায়েল বিরোধী বই হাতে দেখা গেল বাইডেনকে

December 12, 2024

নিউজ ফ্যাক্টরি

47
View

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও উপনিবেশবাদের রক্তাক্ত ইতিহাস নিয়ে লেখা একটি বই দেখা গেছে। ম্যাসাচুসেটসের নানটুকেটের একটি বইয়ের দোকান থেকে তিনি এই বই কিনেছেন।    

বইটির নাম 'দ্য হান্ড্রেড ইয়ারস ওয়ার অন প্যালেস্টাইন'। এটি লিখেছেন রশিদ খালিদি। ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান এই লেখক মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ। তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটির মডার্ন আরব স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক।    

ইসরায়েল এবং ফিলিস্তিন বিষয়ে মার্কিন নীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিতি রয়েছে রশিদ খালিদির। তিনি বলেছেন, এই বই নিয়ে বাইডেন এখন যে আগ্রহ দেখাচ্ছেন তা আরও ৪ বছর আগে দেখালে ভাল হতো। আমি বলতে চাই, এখন অনেক দেরী হয়ে গেছে।     

এই বইয়ে ফিলিস্তিনিদের সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন তিনি। ইসরায়েলি দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিরা প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নথিভুক্ত করেছেন।  

বইটিতে ১৮৯৯ সালের একটি চিঠি রয়েছে। এটি লিখেছিলেন খালিদির পূর্বপুরুষ ইউসুফ দিয়া আল খালিদি। তিনি সে সময় জেরুজালেমের মেয়র ছিলেন।জায়নবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা থিওডর হারজলের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদিবাদী আহ্বানের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

'দ্য হান্ড্রেড ইয়ারস ওয়ার অন প্যালেস্টাইন' বইটি ২০২০ সালে প্রকাশিত হয়। সে সময় খালিদি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এই বইয়ে আমার নিজের পরিবারের, আমার পরিচিতদের কথা বলা হয়েছে। আমি বেশ কিছু কাহিনীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম। এতে ১৯১৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একশ' বছরের ফিলিস্তিনিদের ইতিহাস বর্ণনা করা হয়েছে।  

সূত্র: দ্য ন্যাশনাল 

Comments

    Please login to post comment. Login