Posts

চিন্তা

আমাকে নিয়ে আমার মা বাবার হাজারো স্বপ্ন আমি পূরন করতে অক্ষম!

December 13, 2024

নতুন দিগন্ত

154
View

আমি মোঃ সজীব সিকদার। আমার গ্রামের নাম ফাউগান, জেলাঃগাজীপুর, থানা:শ্রীপুর।আমার বাবা একজন (পোলট্রি ফিড এন্ড মেডিসিন) ব্যবসায়ী।আমার মাএকজন গৃহিণী।ছোট্ট একটা বোন আছে আমার।এই আমাদের চারজনের ছোট্ট পরিবার।আমাদের ফেমেলিতে আয় রোজগার যেমনি হোক আমাদের মুখে কখনো দুঃখের ছাপ ভাসে না।কারন হাজারো মানুষের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন।আমরা ভাই বোন বাড়িতে থাকলে সবাই একসাথেই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করি।গল্প করি নানান কথা শেয়ার করি।তখন মনেহয় আসলে দুঃখ বলতে কিছু নাই।

তখন আমার বয়স মাএ ১২ বছর

আমার বাবা আমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখে।আমাকে বড় নামকরা স্কুলে পড়াবে।হ্যা ওনি তা ও চেষ্টা করেছেন, কিন্তু আমি তার মূল্য দিতে পারিনি।আমি গ্রামের স্কুল “ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” ক্লাস ৫ পর্যন্ত পড়ার পর Psc তে GPA-5 পাই।বাবা আমাকে বড় স্কুলে পড়াবে এই স্বপ্ন পূরন করতে ডিসেম্বর মাসের ছুটির সময়টা গাজীপুরে কোচিং করায় “রানী বিলাশমনি সরকারি উচ্চ বিদ্যালয়ে” পড়াবে বলে।আমি ভর্তি পরিক্ষা দেই টিকে যাই কিন্তু সেই সময় আমি একাধারে “গাজীপুর ক্যান্টনমেন্ট স্কুলে” চান্স পেয়ে যাই দুইটাই সরকারি স্কুল।ক্যান্টনমেন্ট একটু সেইফ হওয়ায় সেখানে ভর্তি হই।আমার সবকিছু ঠিকঠাকই চলছিলো।

Comments

    Please login to post comment. Login