Posts

কবিতা

বাংলাদেশ

December 13, 2024

Mahmud Ikram

42
View

বাংলাদেশ! বাংলাদেশ! 

তুমি আমার ভাই 

তোমার এখানে বাস করি, 

তোমাকেই চাই। 

তুমি আমার জন্মভূমি 

তুমি আমার স্থান,

তুমি আমার মাতৃভূমি 

তুমি আমার থান। 

ঠাই দাও, জায়গা দাও 

দাও আহার কণা। 

তোমার কাছেই রয়ে যাব 

তোমায় ছাড়বো না। 

গাছ-গাছালি ভরা দিয়ে সব,

তোমার এই বুক 

তোমার বুকেই শহীদ হলো,

হাজার রক্ত শোক।

কত মানুষ বাস করে 

তোমার এই বুকে। 

তোমার বুক ভরে গেল 

ফুল-তোড়া আর শোকে।

তোমার রং লাল হলো, 

আর গাছের রং সবুজ। 

তোমার তাই প্রতীক হলো, 

লাল আর সবুজ।

Comments