
দুঃখ তুমি কোথায় গেলে,
হারিয়ে গেলে শেষে।
সারা জনম গেঁথে ছিলে
এখন তুমি গেলে।
তোমার পরে সুখ আসে
আমি এখন সুখী,
সারা জনম কষ্ট দিতে
তুমি থাক দুঃখী।
মানুষ হাসে, চাঁদ হাসে,
করবে কি তুমি
এবার কষ্ট দিয়ে দেখাও
দিবো তোমায় জমি।

দুঃখ তুমি কোথায় গেলে,
হারিয়ে গেলে শেষে।
সারা জনম গেঁথে ছিলে
এখন তুমি গেলে।
তোমার পরে সুখ আসে
আমি এখন সুখী,
সারা জনম কষ্ট দিতে
তুমি থাক দুঃখী।
মানুষ হাসে, চাঁদ হাসে,
করবে কি তুমি
এবার কষ্ট দিয়ে দেখাও
দিবো তোমায় জমি।
Mahmud hasan Ikram
1 year ago
Beautiful nice