ঈশ্বর মানি না
সরকার মানি
বিশ্বাসের কাছে পরস্পর এক ছায়া
ঈশ্বর ; বিশ্বাসকেই মানি ঈশ্বর।
আমাদের বুকচিরে গোলাপের চারাগুলো ঘ্রাণ বাটে
শাদাবাড়ির আশ্চর্য-হলুদ ফরাসের নিচে
যারা লুকিয়ে রাখে সভ্যতা ; তাদের ধবধবে দাঁতের চিবানো দারুচিনি আমরা পড়ে থাকতে দেখি
সূর্যদোয়ের কোণে কোণে ---
একদল বানর উঠোনে নাচে। একদল বানর ঝুলখায় বৈদ্যুতিক তারে। একদল বিশ্বাসী মরা কুমিরের দাঁত গোণে। আরেকদল কবিতায় খোঁজে সংশয়।