ঝগড়া কাঁদায় নিজেকে
আর কাঁদায় মনে করা সেই গল্প।
ঝগড়া করা ভালো নয়,
আসো মিলে করি গল্প।
ঝগড়া না করে এসে যাই মিলে,
ঝগড়া করে মনটাকে দিলে চিলে।
যা গেছে তা নিয়ে,
আফসোস করার কি দরকার?
এবার এসো মিলে যাই,
কষ্ট পাওয়ার কি দরকার।
ঝগড়া কাঁদায় নিজেকে
আর কাঁদায় মনে করা সেই গল্প।
ঝগড়া করা ভালো নয়,
আসো মিলে করি গল্প।
ঝগড়া না করে এসে যাই মিলে,
ঝগড়া করে মনটাকে দিলে চিলে।
যা গেছে তা নিয়ে,
আফসোস করার কি দরকার?
এবার এসো মিলে যাই,
কষ্ট পাওয়ার কি দরকার।