অন্তর্গত কথামালা-১১
চন্দনকৃষ্ণ পাল
মেরুদন্ড না থাকলে এই দশাসই শরীর নিয়ে
কি আর করবে তুমি বলো?
বিশাল টেবিল, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ দখল করে
নিয়মিত বিলিয়ে যাচ্ছো যে বাণী--
তা মূল্যহীন--
মূল্যহীন বাণীর অগোছালো দাপটে
নিয়মিত হতোদ্যম হই, হতে থাকি।
ভেতরে ধোঁয়া বেগে কুন্ডলী পাকাতেই থাকে
ধোঁয়াশার মধ্যে কেউ লাফ ঝাঁপ দেয়, ভাবে
সুযোগ এসেই গেলো বুঝি!
আমি অপেক্ষায় থাকি, জানালা খুলবেই
ধোঁয়া মিশে যাবে শুদ্ধ বাতাসে আর
তখন তোমার কোমল গালে চপেটাঘাতের শব্দ
ও রেখায় হেসে উঠবে ভু-মন্ডল।
অপেক্ষা শুধু সেই প্রিয় সময়ের...।