Posts

কবিতা

কানাকানি

December 14, 2024

নাজমুল হোসেন রিফাত

25
View

এই-যে দিন-রাত
অন্তহীন অপেক্ষা আমার,
পথ-গাছ-তৃণ-কাক-লোকজন আর
পথের সেই বাঁক— মোদ্দা কথা সকলেই জানে
এ অপেক্ষা কার জন্য।
অথচ, কেউই জানেনা যার জন্য অপেক্ষা; সে যে জানে-ই না।

৩০ নভেম্বর, ২০২৪ইং

Comments

    Please login to post comment. Login