Posts

পোস্ট

অক্টোবরের শিউলি

December 14, 2024

Hafsa Sharmin

33
View

অক্টোবরের শিউলি ফুলে হালকা হলুদ রেশ,

মনে হচ্ছে যাচ্ছে  জীবন ভালোমন্দে বেশ।

মধ্যবিত্তের এই টানাপোড়েনে সকাল সন্ধ্যে নিজেকে নিয়ে আশা হতাশার ধর কষাকষি, গরম চায়ের ধোঁয়াতে প্রেমিকের ঘ্রাণ মিশিয়ে পান করা,একটা সার্টেইন ফিউচারের জন্য বর্তমানকে খুঁটে খুঁটে দেখা,পুরাতন ক্লিপটা হারিয়ে যাওয়াতে আধঘন্টা মন খারাপ হয়ে থাকা এইসবই তো চলে।


 

এরমাঝে হঠাৎ সোমবার পড়ন্ত সকালে খাটের উপর আধশোয়া হয়ে আছি,জানালা দিয়ে একটা চড়ুই পাখি এসে বসল ডান পায়ের উপর,একবার না দুই দুই বার,আমি ওর কাছে ধরা দিলাম একান্ত আপন হয়ে,পৃথিবীর সৌন্দর্যের এমন ছোঁয়াতে মনে হলো আরামে নিশ্বাসকে বিদেয় দিয়ে দেওয়া যায়,কোন অভিমানবিহীন হয়ে। 

এরপর থেকে সোমবার সকালের কথা মনে হলেই মন ভালো হয়ে যায়।


 

~হাফসা

Comments

    Please login to post comment. Login