একটা বিদ্রোহী সন্ধ্যার ভেতর আমার মৃত্যু ঢুকে যাচ্ছে,
মৃদুরাতে মৃত্যু,
ফেরেশতার আন্দোলন।
স্বৈরাচারী প্রতিরোধ মিছিলে প্রিয় জোড়া ইয়ারিং গুম হয়ে গেলো,
আমি কেঁদে কেঁদে মরি
এতো ভালোবাসতাম
তবুও?
জেনে গেলাম ভালোবাসা ইফোর্ট করার শক্তি সাহস সামর্থ্য কোনকালে ছিলো না আমার।
এখন মিছিলের স্লোগান ভেঙে অস্পষ্ট অদৃশ্য স্বর ভেসে আসছে,
এ মৃত্যু নাকি ভালোবাসা?
~ হাফসা