অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শুরুটা। থ্যানোস ইতিমধ্যে অ্যাসগার্ডিয়ান, থর এবং লোকির প্রায় বারোটা বাজিয়ে দিয়েছেন। ইনফিনিটি গন্টলেটের জন্য একটি রত্ন লাগবে দ্য ম্যাড টাইটানের। লোকির কাছে আছে যা। কিন্তু লোকি তা লুকোচ্ছে। থ্যানোস থরকে মেরে ফেলার ব্ল্যাকমেইলিং করলে লোকি কিউবটা বের করে পাগলা টাইটানের দিকে এগুতে থাকেন। তবে কে জানতো লোকির একটি শেষ ট্রিক আছে।
"We have a Hulk."
লোকি এ কথা বলার সাথে সাথেই ইনক্রেডিবল হাল্ক ঝাপিয়ে পড়েন থ্যানোসের উপর। ভালো মার পড়তে থাকে আমাদের ভিলেনের গায়ে। থ্যানোসকে মাইরের উপর এবং কোনঠাসা অবস্থায় দেখে তারই ব্ল্যাক অর্ডারের ( থ্যানোসের ডান-বাম হাত বলা যায় এই টিমের সদস্যদের ) একজন দৈত্য হাল্কের দিকে এগুতে যান। ঠিক তখন ব্ল্যাক অর্ডারের জাদুকর সদস্য এবং একই সাথে খুব সম্ভবত থ্যানোসের মন্ত্রী গোত্রের একজন দৈত্যকে ঐ ফাইটে জড়াতে নিষেধ করেন এই বলে যে,
"Let him have his fun." ( ওকে ওর মত করে মজা নিতে দাও। )
এরপর তো ইতিহাস। এক মিনিটের ভিতর থ্যানোস শক্তি এবং কৌশলের সমন্বয়ে হাল্কের উপর এমন মাইরের বৃষ্টি ঝড়াতে থাকেন যে ইনক্রেডিবল হাল্ক একদম অজ্ঞান হয়ে যান। এসব থ্যানোস করেন ইনফিনিটি গন্টলেটের ব্যবহার ছাড়াই। মুভির পরিচালক প্রথম সিনেই বুঝিয়ে দেন থ্যানোস প্রয়োজনে কতটা ডেঞ্জারাস।
ব্ল্যাক অর্ডারের ঐ বুদ্ধিমান সদস্য নিশ্চিত জানতেন যে থ্যানোস পরিস্থিতি মজা নিয়েই সামলাতে পারবেন। থ্যানোসের বুদ্ধিমত্তা, ফাইটিং স্কিলের উপর তার অভিজ্ঞতালব্ধ পূর্ণ আত্মবিশ্বাস ছিল। মজার বিষয় হল ঐ মাইরটা খাওয়ার পর এখন পর্যন্ত স্যাভেজ হাল্ককে আর দেখা যায়নি। ইনফিনিটি ওয়ারে তো ব্যানার হাল্কে পরিণত হতে পারেনি আর।
নতুন বছরে অনেকে অনেক সংকল্প করেন। নিউ ইয়ার্স রেজিউলিয়েশন আর কি! সেসব সংকল্প অল্প সময়ের মধ্যে মুছে যায় বেশিরভাগেরই। ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন, মানি ম্যানেজমেন্ট, আর্ট-কালচার-সাহিত্যে ইনক্রেডিবল হাল্কের মত বাধার মুখোমুখি হয় তারা। যেসব বাধার একটি বড় অংশ মানুষ নিজেকেই নিজে দেয়। মানুষজন সিস্টেম, রাজনৈতিক নেতৃবৃন্দ, নিজের মা-বাবা-স্বামী-স্ত্রী-বন্ধু কারো না কারো উপর অনেক সময় এসব পূরণ না হওয়ার দোষটা পর্যন্ত চাপিয়ে দেন।
থ্যানোসের অভিজ্ঞতা ছিল। ছিল চিন্তা করে ঠান্ডা মাথায় ডিসিশন নেয়ার ক্ষমতা। আবার নিজে যেসকল কাজ সাধারণত তেমন করেন না যেমন কারো সাথে খালি হাতে মারামারিতে জড়ানো, সেটিও সাফল্যের সাথে করেছেন। সে ছিল নিটসের উবারম্যানসের মতই। মুভিতে একটা কৌট ছিল তার অনেকটা এরকম,
"বৃহৎ সিদ্ধান্তের জন্য প্রয়োজন ঠিক সেই পরিমাণ ইচ্ছেশক্তি।"
যারা নিউ ইয়ার্স রেজিউলিয়েশন / ইচ্ছে / সংকল্প ঠিকঠাক করছেন এখন তাদের থ্যানোসের এই ইনসাইট এবং স্কিলের দিকটা ভাবা দরকার। আপনি থ্যানোসের মত পাওয়ারফুল না তবে আপনার চিন্তাশক্তি, ডিসিশন মেকিং ক্ষমতা, গুড অ্যাটিচিউড, বিভিন্ন বিষয়ে কিউরিসিটি, ক্রাউডের বাইরে দাড়ানোর সক্ষমতা, এবং প্রচন্ড ইচ্ছেশক্তির য়োর্ক এথিক হতে পারে আপনার ইনফিনিটি গন্টলেটের রত্নসমূহ। রত্নহীন ইনফিনিটি গন্টলেট হল আপনার ব্যক্তি হয়ে ওঠা এবং কন্টিনিউ করা। এমনকি আপনার মধ্যকার ইনক্রেডিবল নিষ্ক্রিয়তা বা চিন্তাশূন্যতা যখন আপনাকে কুড়ে কুড়ে খেতে আসবে তখনও খুব দ্রুত আপনি নিজেকে সামলে নিতে পারবেন।
বিভিন্ন বিপদ-আপদে আপনার পাশে সাপোর্ট করার মানুষজন হয়তো থাকবে তবে যখন আপনি ইনক্রেডিবল বিপদ বা বাধার মুখে পড়বেন এমনকি তাদের মধ্যে অনেকে বুঝতে পারবেন যে আপনি পারেন, পারবেন নিজেকে সামলাতে। তাদের অনেকেই এরকম পরিস্থিতি আসলে হয়তো বলেও বসতে পারেন,
"Let him have his fun."
২০২৫ সনে আপনার জীবনে সব না হলেও বাকি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই হবে আপনার নিজের হাতে গড়া ইতিহাস।