Posts

কবিতা

দিন চলে যায়

December 15, 2024

Muhammad Emran

24
View
দিন চলে যায়

হঠাৎ যখন থমকে দাঁড়াই এই দুনিয়ার সাজে,
অন্তরে মোর অন্ধকারের অগ্নিবীণা বাজে।
হাত কপালে চোখ উপরে অবাক হয়ে যাই,
হঠাৎ করে সাঙ্গ দিন কি মানতে হবে ভাই?

আবার যখন সংকল্পের ইচ্ছা জাগে মনে,
যাওয়ার সে তো চলেই গেল,দুঃখ ক্ষণে ক্ষণে।


দিনগুলো মোর এই যামানার এক রূপসী কন্যা,
স্বচ্ছলতায় দেয় ঢেলে দেয় শুষ্ক প্রেমের বন্যা।
শেষ বিকালে আছড়ে মারে স্বপ্নে বাঁধা ঘর,
আপন ভেবে কাটাই বেলা সাঙ্গকালে পর।

ঘরের বাইরে শুভ্র বকুল গাছের সবুজ ডালে,
কাজল কালো কাক দেখিনা শুভ্র বকের পালে।


আবা....র আমি স্বপ্ন দেখি আসবে কালো কাক,
ঠিক তখনই শুনতে পেলাম সেই বকেরই ডাক।

এমন করে তেমন করে কাটাই আমার দিন,
সাজের বেলায় জমছে আমার আজলা ভর্তি ঋণ।


সূর্য যখন ঐ নীলিমায় বিদায় নিয়ে যায়,
ধবধবে এক কোর্তা ওয়ালা যার্তাবদল গায়।


বলল আমায় নাও হে বিদায় শিকড় বাকল ছিড়ে,
ডাক এসেছে ঐ আকাশে মাল্লা মালীর ভীরে।
 

Comments

    Please login to post comment. Login